প্রিয় এডমিন,
     আমার এই প্রস্তাবটি একটু ভেবে দেখবেন।
আমি লক্ষ্য করে দেখেছি কিছু কিছু কবির পেজ-এ তার সংক্ষিপ্ত জীবনি ছবির পাশেই পাওয়া যায়। আবার অনেকেরই তা পাওয়া যায় না।যেমন ধরুন ,জন্ম দিন, জন্মস্থান, কাজ কর্ম,ইত্যাদি। জানি না এর কারণ কি? তবে এগুলো থাকলে ঐ কবির সম্পর্কে আমাদের একটি সম্যক ধারনা তৈরী হয়, যা আমাদের বন্ধুত্বের বাতাবরনের পরিবেশ তৈরী করে।
    অনেকে হয়তো বলবেন তার জন্য তো আলাদা করে লিংকের প্রয়োজন কি? কবি পরিচয় তো সকলেই দিতে পারে। কিন্তু মহামান্য, প্রত্যেকের পেজ-এ এই লিংকটি থাকলে সহজেই আমরা তার সম্পর্কে জানতে পারবো।


আমার প্রস্তাবটি ভেবে দেখবার জন্য সকলের কাছে অনুরোধ রইলো। সকলের মতামতের প্রত্যাশা রইলো।