নামে তুমি ভারতমাতা
           জন্মেছি তব কোলে,
জীবন যুদ্ধে বেঁচে আছি
           ছলে বলে কৌশলে।


চোর ডাকাতের আবাস ভূমি
           মাতাল পাগল সবে,
জোচ্চুরি আর জোয়াচুরি
           চিরদিন কি রবে?


কালো বাজারি ছেয়ে গেল
           সারা ভারতবর্ষ,
নেতা গোছের প্রভুদের
           সারা জীবন হর্ষ।


কার দোষে মোদের দেশে
           শুধুই অনাসৃষ্টি
কে দেবে এই জবাব
           কারও নেই দৃষ্টি।


রাস্তা ঘাটে চলার সময়
           পথিক থাকে ত্রাসে,
নির্জনে এলে ভাবে
           ঐ বুঝি কেউ আসে।


আসল গহনা মোরা সব
           লকারে রাখি আটকে,
নকল গহনা ছিঁড়ে-ছুটে
           ছিনতাইকারি যায় ফাটকে।


জ্ঞাণী-গুনী সবাই জানে
           কি অবস্থা এদেশে,
বলব আর কত কথা
           খুনি থাকে সাধুর বেশে।


নেতাজী আর গান্ধীজী
           যদি ইহা দেখতেন,
চিন্তা-ভাবনা করে তারা
           গলায় দড়ি দিতেন।


এদেশের গুনের কথা
            বলব কি আর ভাই,
গুণির অভাব থাকলেও
            জ্ঞানের অভাব নাই।


এত ভীড়ের মাঝে আমি
             কাকেই বা দোষ দিই,
কলম ছেড়ে সকল দোষ
            মাথাই পেতে নিই।


রচনাকালঃ ২৮/০৬/১৯৯৮