আমি মানুষ হয়ে জন্মেছি
        এই বাংলার কোলে,
ছলচাতুরি ধাপ্পাবাজি
        ঠকবাজদের দলে।
এখন কেন জন্ম দিলে
         ওগো ভারতমাতা,
পাপে পাপে পূর্ণ হল,
         চিত্রগুপ্তের খাতা।
অসময়ে জন্ম নিয়ে,
         করেছি অনেক ভুল,
কেমন করে বাঁচবে বল ,
         মানুষ জাতিকুল।
মানুষে মানুষে হানাহানি
         রক্তারক্তি করে,
ভাইয়ের রক্তে ভাই রাঙা হয়
         ছেলেকে বাপ মারে।
মা-বোন আর রইলো না
         সবাই ভোগ্য পণ্য,
কলুশিত এ ধরণী,
         মানুষেরই জন্য।
শিশু মরে হাসপাতালে
         ধর্ষকের নয় ফাঁসি,
এসব দেখে যমরাজ
         করছে হাসাহাসি।
যমরাজের কমছে খরচ
         চর করেছে ছাটাই,
শুধু পাপের খাতা পূরণে
         চিত্রগুপ্তকে খাটায়।
তার যে বয়স অনেক হল
         এলো বিদায়ের পালা,
নারদমুণি এখন বুঝি,
         কানে দিয়েছে তালা।
বয়স ভারে ব্রম্মা আজ
         হচ্ছে কুপোকাত,
লক্ষ্মীর বদলে অলক্ষ্মী আজ
         করছে বাজিমাত।
বিষ্ণুর আর ধ্যান ভাঙেনা
         শিব নিয়েছে সমাধি,
দূর্গা যে মা ক্ষান্ত হল
         মহিষ মারা অবধি।
এখন আমি করবো কি
         ভাবছি বসে তাই,
আবোল তাবোল ভেবে বুঝি
         খারাপ হবে মাথাটাই।



রচনাকালঃ  ৩০/0১/২০০৭