পূর্ব পড়ার মৃদুল বাবু একটি মেয়েই তার
মাধ্যমিকে স্টার পেয়ে পাশ করলো এবার।
পূজা নামে ঐ মেয়েটি সকলের নয়ন মণি
ষোল পেরিয়ে সতেরোতে পা দিল এখনি।
বিজ্ঞান নিয়ে পড়বে সে এমনই তার ইচ্ছা
এমন সময় তাকে নিয়ে বেরিয়ে এল কেচ্ছা।
পাশের গ্রামের একটি ছেলে ভালোবাসে তার
এসব কি বিজ্ঞজনে (?) সহ্য করে আবার !
বাবা বলেন এমন মেয়ে রাখবোনা আর ঘরে
কাঁনা-খোঁড়া দেখে একটা ঝুলিয়ে দেব বরে।
মা বলেন আর ক'টা দিন থাকনা স্ব-সম্মানে
সাবালিকা হলে তবে বিয়ে দেব কো্নোখানে।
ততক্ষনে মেয়ে আমার দিকনা একটা পাশ
দেখতে দেখতে কেটে যাবে এইতো ক'টা মাস।
ধমক দিয়ে বলেন বাবা পড়া হয়েছে যথেষ্ঠ
পাত্র আমি দেখে রেখেছি ও পাড়ার ঐ কেষ্ট।
আঁতকে উঠে মা বলেন কেষ্ট তোমার পাত্র ?
বয়স তার খুব বেশি নয় চুল পেকেছে মাত্র!
মেধাবী ছাত্রী পূজার হৃদয় ভেঙ্গে গুড়ো-গুড়ো
বর হিসাবে জুটেছে তার ষাট বছরের বুড়ো।