হটাৎ করে মস্তিষ্কের অলিতে গলিতে
দ্রুত রক্ত চলাচল করে
অবদমিত, উচ্ছসিত, উষ্ণ রক্ত-
কিছুতেই বাক মানেনা।
মনে হয় মিছু বলে ফেলি-
কিছু করে ফেলি-
                             পারি না।


মাঝে মধ্যে দেখতে ইচ্ছে করে
সেই সব উলঙ্গ-উদ্দাম নৃত্যরত
পিশাচীদের-
বলতে ইচ্ছে করে অনেক কিছু।
                               পারিনা।


খুব উড়তে ইচ্ছে করে আকাশে
পাখির মতো।
কুহুতানে খুজতে ইচ্ছে করে
সেই দেশ-
যেখানে ঘাস-বন-নদী আর মাঠ।
                                  পারিনা।


শান্ত শুভ্র কুয়াশারা যখন খেলে বেড়ায়
বাতাসের আলিঙ্গনে-
ইচ্ছে করে ঝাপিয়ে পড়তে
ওদের সাথে খেলতে-
                                    পারিনা।


সকল বন্ধন ছিন্ন করে
দীগন্তের রামধনু ধরতে
বড় ইচ্ছে করে-
                          পারিনা-


আমি যে মায়াচ্ছন্ন সংসারী।