হায়! হায়! হায়!
এ কী, ঈশ্বর এ কী!
মানুষ রূপে জন্ম নিয়ে
মানুষের আর কত রূপ দেখি!


কেউ থাকে আস্তাকুড়ে
কেউ অট্টালিকায়,
কেউ খায় বিরিয়ানী আর
কিউ সেদিকে তাকায়।


চাষী করে চাষাবাদ
ফসল তোলে ঘরে
তার পেট খালি থাকে
অন্যের পেট ভরে।


কারও মুখে বিরিয়ানী
কারও পেটে কাবাব
স্টেশনে রাত কাটায় কেউ
পচা পান্তায় স্বভাব।


মাংস ভাত খেয়ে কেউ
ঢেকুর তোলে হেউ...হেউ...
সাপ ব্যাং ধরে খেয়ে
দিন কাটাবে কেউ।


কার ব্যাঙ্কে কত টাকা
হিসাব আছে কারও
মন্ত্রী যন্ত্রী গণতন্ত্রী
বলতে পারো কেউ?


হায়! ঈশ্বর হায়!
এ কী তোমার খেলা
জীবন যুদ্ধে বেঁচে আছি
সকাল সন্ধ্যে বেলা।