মাঝে মাঝে খুব ইচ্ছে করে
ইচ্ছে করে-
মুষ্টিবদ্ধ হাত
ছুড়ে দিতে  আকাশে,
পারিনা-
অজানা ভয় আস্তানা গেড়েছে,
বুকের ভেতর।


মাঝে মাঝে ইচ্ছে করে
সত্যি কথা বলতে
পারিনা-
জিভের আড়ষ্টতা ভাঙতে,
মিথ্যার সাথে পথ চলা
আর মিথ্যা বলার অভ্যেস।


ইচ্ছে করে কুয়াশা ফুঁড়ে
ছুটে যায় অজানা ভবিষ্যতে
নিয়মের বেড়াজাল ছিন্ন করে
পারিনা-
বাঁধা দেয় মায়ার বন্ধন
ডানা কাটা পরির মতোন
খাঁচায় ঝাপটা ঝাপটি
আর অভিনয়।



রচনাকালঃ ১৮/০৩/২০১৫