তপন দাস - পাতা ১০

তপন  দাস
জন্ম তারিখ ২৯ জুন
জন্মস্থান কালুপুর,বনগাঁ,উত্তর ২৪ পরগনা, ভারত
বর্তমান নিবাস কালুপুর,বনগাঁ,উত্তর ২৪ পরগনা, ভারত
পেশা ভারতীয় ডাক বিভাগ
শিক্ষাগত যোগ্যতা বি এস সি (গনিত)

তপন দাস, উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার অধীন প্রত্যন্ত এক গ্রাম কালুপুরে জন্ম। তিন দিদির বিয়ে দিতেই সর্বশান্ত হন দিন মজুর পিতা। নিত্য অভাব অনটনের মধ্যেই বেড়ে ওঠা। স্থানীয় কালুপুর পাঁচপোতা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ। তার পর বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশুনো। গনিত সাম্মানিক বিষয় নিয়ে বনগাঁ দীনবন্ধু মহা বিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়াকালিন ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক পদে কর্মজীবনে প্রবেশ। অস্টম শ্রেনীতে পড়াকালীন গৃহ শিক্ষকতার পাশাপাশি কবিতা লেখা শুরু। তখন থেকে তিনি কবিতাচর্চা করে আসছেন। ছাত্রাবস্থায় বিভিন্ন পত্রপত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে। স্থানীয় বহু পত্র পত্রিকায় তার কবিতা, নাটিকা ও গল্প প্রকাশিত হয়। তিনি নিজেও “জনচেতনায় হিন্দোল” নামক একটি মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। বর্তমানে “সাহিত্যপত্র” পত্রিকার সম্পাদক। তপন দাসের প্রথম কাব্যগ্রন্থ "স্বপ্নের ফেরিওয়ালা"। যৌথ কাব্যগ্রন্থ "কবিতার মেলা-১৪২২", "কবিতার মেলা-১৪২৩", “গল্প এক্সপ্রেস” “নব দিগন্ত”, “কবিতা স্টেশন”। সমাজ সেবা,সাহিত্যচর্চা ও অভিনয় তার নেশা।

তপন দাস ১১ বছর ৭ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে তপন দাস-এর ৪৫২টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
২৪/১০
২৩/১০ ১০