প্রতিবাদের ডাক
..................তপন বাড়ৈ(20/08/2016)


দীঘার সমুদ্রে ঢেউ উঠেছে,
অবাঞ্চিত আগোছালো উচ্ছসিত উতালা।
নোনা জলের বাঁধ ভেঙেছে আবার,
বুক ফাটা আর্তনাদ, কারো কর্ণ কুটরে ধরা পরেনি।
হদিশ মিল্ল আরো একটি ধর্ষিতা নারীর মৃত দেহ।
..
আর কতদিন
মুখোশের আরালে তুমি রবে নীরবে,
ঝরাবে নয়ন জল।
এবার বিদ্রোহের আগুন জ্বালো,
বিশ্ব বাসির চেতনায় আনো বিপ্লবের হাহাকার।
আঁচলে মুখ লুকিয়ে কান্নার দিন গুলির
অবসান আসুক।
প্রতিবাদ হোক প্রতিটি মুহুর্ত।
..
প্রভাতের শীতল আবরনের ঘোমটা খানি খোল,
বজ্জাত যত নরপিশাচের দল
প্রতিবাদের প্রখর তীখ্ন কীরনে ঝলসে উঠুক,
মুখোশের আবরন হোক উদ্ভাসিত।
আর রাজনীতি নয়,
সমবেত প্রতিবাদী প্রয়াস হোক সর্ব বৃহৎ।
মানবতাই হোক সমবেদনার শ্রেষ্ঠ পুরস্কার।।