জ্বালা মেটাবে
...............তপন বাড়ৈ (১৬/১১/২০১৬)
'বিলাসিতা' কভুও জীবন দুয়ারে কড়া নারেনি;
কুবেরের সম্পদ! সে তো ভাবনাতিত।
সন্তানের বায়না মেটাতে গোপনে সঙ্গ দিয়েছে চোখের জল,
মহাজনের কৃপনতা আর অকথ্য ভাষায়
গিন্নীর ছেরা আঁচল অপরিবর্তিত ই রইল।
মায়ের মুখের এক টুকরো হাঁসি ফোটাতে
ধারে কেনা পান।
.
তবুয়ো একলহমায় জেন সব বিলিন-নিশ্চিহ্ন ........
জখন এ শ্রান্ত চোখের দৃষ্টি
হীমেল হাওয়াকে সঙ্গী করে
হেমন্তের মাঠে সোনা রঙের ধানের চমক স্পর্শ করে,
আপ্লুত হয় হৃদয়।
হৃদয় কুঞ্জে নেচেওঠে এক অজানা-অদ্ভুত সুখ,
গুন গুন স্বরে গেয়ে ওঠে মন।
.
আরতো কটা দিন.....
লক্ষ্মি এবার আসবে ঘরে সোনালী রঙের সাজে,
নিভে জাওয়া প্রদীপ খানি আবার উঠবে জ্বলে,
কালো ঘন আঁধারে জ্বলবে একটু আলো,
সন্তানের মুখে ফুটবে হাঁসি,
ক্ষুদে কৃষকের জ্বালা মেটাবে।
জ্বালা মেটাবে ঝড়-জল ঘেরা অক্লান্ত পরিশ্রমের,
জ্বালা মেটাবে দারিদ্রতার।।