একটা যুদ্ধ হলে ভালো হত
...........তপন বাড়ৈ..(২৪/১২/২০১৬)
একটা যুদ্ধ হলে ভাল হত....
.
তোর আর আমার অন্তরের জত দ্বন্দ
ঠান্ডা যুদ্ধের নিবির ধোয়াশায়
দুজনার দূরত্বের সীমা
পলক মুহুর্তে প্রসারিত হতে চলেছে.....
.
এ যুদ্ধে হয়ত অবসান হত তার,
জীবনের চাকায় অনবরত ঘূর্নিত নিয়মানুসারে
যুদ্ধের অবসানে শান্তির আগমন।
.
গোধূলি আলোর আবরনে রাঙা প্রথম দিনের
লাজুক শরীরে, তোকে আমি
আমার বলে ঘোষনা করেছিলাম,
যে শান্তি সেদিন কুড়িয়ে পেয়েছিলাম
তোর নিঃশব্দ আচরনে....
তার প্রকাশ আজো আছে নিঃশব্দেই....
.
ঠান্ডা যুদ্ধের আঁচে ক্ষত আজ দেহ-মন
মুখোমুখি আয়..... যুদ্ধ ঘোষনা করি,
ঘোষনা নয়, বরং যুদ্ধ টাই সেরেফেলি
সময়ের সমাপ্তি ঘটার আগে,
তবে.... একটা শর্ত রেখেনিস,
যুদ্ধ শেষে শান্তি পেতে চাই....
তোকে প্রথম প্রনয়ের সে নিঃশব্দ শান্তি টা।।