বাসনা
.......তপন বাড়ৈ...(৮/১০/১৬)
.......................
তোর চোখের জল তুলে রাখিস,
ধূপের ধোয়া আর রজনিগন্ধার বুকে,
যখন নিদ্রা যাব চিরতরে আর চির সুখে,
নাহয় গঙ্গা জলের মত...
ছড়িয়ে দিবি, থাকব যখন সজ্জাগত,
হাজার ভিরের মাঝে নাহয় আসিস একবার,
সংগোপনে হস্ত পরশ দিসরে আরেকবার,
আমি অগ্নি বুকে নিয়ে,
জ্বলেছি দিবারাত্র-জ্বলেছি অনন্ত কাল,
এবার নাহয় অগ্নি আমায় বুকে নিয়ে
জ্বলবে কিছুকাল,
ফের নতুন সূ্র্য উঠবে,
নতুন পাখি গাইবে, নতুন ফুল ফুঠবে,
তুই নতুন পথেই চলিস,
বিদায় বেলায় অশ্রু জলে একটু কথা বলিস,
নাহয় থাকব আমি চুপ,
তুইতো চেয়েছিলি, অনন্ত কাল আমি থাকি যেন নিস্চুপ।