বারুদ
.............তপন বাড়ৈ।(29/07/2016)
শহর জুরে কেবল বারুদের গন্ধ,
নাশকতার আতঙ্কে পুর্ন সমাজ।
প্রতিটি প্রভাত রঙিন সত্ত্বেও...
রক্তের হলি সচ্ছল গতিতে প্লাবিত।
অনিশ্চয়তার জীবন বুকে নিয়ে
বইছে সকল স্বাধীন চেতা মানুষ।
/
বারুদের গন্ধ আরো একবার এসেছিল
নত মাথা উচ্চে তোলার লাগি,
বারুদ বইছিল সে সব মহান বিপ্লবিদের রক্তে,
যে বারুদের গন্ধো এনেছিল স্বাধীনতা।
/
বারুদের গন্ধ গায়ে মেখেছিল
মাস্টার দ্যা সূর্য সেন- কিশোর বিপ্লবি ক্ষুদিরাম,
সংগ্রাম ছিল স্বাধীনতার।
/
আজিকার এ বারুদ কেবল নাশকতা,
ধ্বংশের চাবিকাঠি।
আজ জারা এই বারুদের গন্ধে প্লাবিত
সন্ত্রাস তারা, নয় কোনো বিপ্লবি।
জারা রঙিন স্বপ্ন কে ধ্বংস করে,
নব প্রজন্মকে উপহার দেয়
এক ধোয়াসায় মোরা দূষন পূর্ণ সমাজ।