একাকী জীবনের বিষণ্ণ ক্ষণগুলো আজ-
শব্দের কথামালায় এলোমেলো সাজাবো
পাথর কষ্টের এক একটা স্পন্দনের অনুভূতি
বাস্তবতার সাথে জড়িয়ে সাগরের ঢেউয়ে হারাবো;


কতোটুকু যন্ত্রণার তীব্রতা নীল করেছে ভাবনাকে;
আহত মরীচিকা ভালোবাসা ধীরে ধীরে ধূসর
ছটফট করতে থাকা ভয়গুলো কেমন দিশেহারা!


জীবনের ক্ষণগুলো বড্ড স্বার্থপর হয় মাঝে মাঝে-
বেঁচে থাকার জন্য বেঁচে থাকা হয়ে উঠে অর্থহীন;
লুকোচুরি অসময়ের ভুলগুলোর চোখ রাঙ্গানি স্পষ্ট


নখের আঁচরে কতোটা জর্জরিত শার্টের বোতামগুলো
ঘামের অস্থিরতায় কখনো খুঁজে পাই নিঃশ্বাসের দ্রুততা!


ফানুশ সুখের প্রলয় নাচন কেমন কাঁপন তুলে যায়;
সহস্র আলোর মাঝেও এতো অন্ধকারের বিকট হাসি
পলাতক রাস্তার মোড়ে ধোঁয়ার বীভৎস ওড়াউড়ি
এমন ক্ষণ তো নতুন নয় তবু উদ্বিগ্ন ভগ্ন হৃদয় !!!