ঘরময় আজো সবই
আছে মা তুমি ছাড়া,
স্মৃতি গুলো কড়া নাড়ে
এই হৃদয় বড় বেয়াড়া।


তোমার চুমু ছোঁয়া কপোল
মা আজ ডুবে নিঃসঙ্গতায়,
আবার কবে ফিরবে তুমি
রাখবে বুকে জড়িয়ে মায়ায়।


কেউতো আর করেনা
আদর তোমার মত করে,
সন্ধ্যা আজো তেমনি আসে
শুধু তুমি নেই এই ঘরে।


রাতের আঁধার আমায় করে
তোমার স্মৃতিতে এলোমেলো,
মা তুমি ছিলে সবই ছিল
আজ তুমিহীন সব অগোছালো।


মা তোমার প্রিয় ফুলদানিটা
আজো যত্নে রেখেছি তুলে,
প্রিয় ডায়রিটা এখনও তেমনই
যেমনটা তুমি রেখে গিয়ে ছিলে।


বুবান অনেক বড় হয়েছে মা
ঘরময় খুঁজে ফিরে তোমার ছায়া,
চোখের জলে বুক ভিজে যায়
আগলে রেখেছি দিয়ে মায়া।


মা কেমন আছো বল
এই আমাদের ছেড়ে,
চোখের কোণটা ভিজে উঠে
মা আসোনা একবার ফিরে।