সভ্যতার শোক


তানভীর আহমেদ (মুসা)


এসো ডাক দেই হাতে মশাল জ্বালিয়ে রাজ পথে চিৎকার করে মিছিল
পালন করি  সভ্যতার শোক ,  
চারদিকস্থ কেবলি যে অসভ্যতার ডাক
                       কুকর্মী'রা বেঁধেছে অবরোধ ;


কাহারো মাঝে আজ আর নেইরে কোন্ বোধ পশুরা ও সাবুদ
দেখে ওদের অমানবিক হিঃস্র অত্যাচার ,
ওরা মাইকের সামনেই শুনায় নীতিগল্প অন্ধকারে চালায় লুটপাট কেড়ে নেয় অধিকার
ওরা ঘাতক , ওরা সমাজকর্মে করেছে ব্যাভিচার ;


ওরা সর্বব্যাপী অপকর্মে সংশ্লিষ্ট ,
              ওরা সমাজ ধ্বঃসের আরেক অবশিষ্ট  ;
ওরা শকুনের মতো কামচা মেরে
        নারীদের ধরে এনে করে পাশবিক অত্যাচার ,
ওরা ভয়ংকর এক হিঃস্র জানোয়ার
               ওরা ক্ষমতা'র করছে অপব্যবহার ;


ওরা দেশ প্রেমিক সেজে বক্তব্য দিয়ে কয়
       স্বাধীন বাংলায় উড়ছে স্বাধীনভাবে স্বাধীনতা ,
অথচ ওদের'ই নিকট দাঁড়ালো অস্ত্রে
                     জিম্মি রয়েছে নীতি-মানবতা ,
              
          তবু কেউ কয়না ন্যায়ের কথা                  
                  শুধু চেয়ে চেয়ে রয় ,
             বক্তব্য শেষে দেয় হাততালি
                       আর কিছুই নয় ।


                              তাই এসো
এসো আজ সবে পালন করি মহানন্দে সভ্যতা হারানোর শোক ,  ওরা জানুক ;
ওরা জানুুক আমরা সত্যি শোকাহত!
              
                      আর না হয় এসো
এসো বিলম্ব না করে সমাজের সভ্যতা পিরিয়ে আনতে ভেঙ্গে ফেলি ঐ অত্যাচারের কপাট ,
যেখানেই অত্যাচার , সেখানেই গড়ি প্রতিরোধ ;
এসো , এসো একবার জাগ্রত হয়ে জাগাই মনের ক্রোধ হয়ে একজোট  ;
যেখানে অন্যায়-অবিচার সেখানেই লড়াই করতে সর্বদা থাকি প্রস্তুত।


তাং ১৩/৫/২০১৭ ইং