শেষ মিনতি


তানভীর আহমেদ (মুসা)


হৃদয়ে স্বপ্ন গেঁথে কোন সে পথে
                     হাঁটছো তুমি প্রিয় ,
অজ্ঞাতে যদি কোন অপরাধ করে থাকি
                        ক্ষমা করে দিও।


দিয়েছিলে কথা রেখেছিলে হাত
                       বুকে পেতে মাথা ,
        হে নির্দয় প্রিয়তম " ময়না "
তুমি মিথ্যেবাদী, কুলবিনাসী করেছো আমার সাথে ছলনা।


বুজতে আগে পারিনি'রে " ময়না "
                এই ছিলো তোর মনে ,
জানলে আমি করতাম না রে পিরিতি
                  তোর সাথে জীবনে।


ভুল করে অকূলে ভাসছিরে এখন
                  কলঙ্ক হইলো উপহার ,
বিচ্ছেদের অনলে পুড়ছিরে " ময়না "
                জীবন হইলো আন্ধার।


বিনয় করে বলি গো " ময়না "তোরে
               এ যে আমার শেষ মিনতি ,
আর কাহারো মন নিয়া খেলিস না রে তুই
         এমনও নিদারুণ পাষাণও পিরিতি।


তাং ১৫/৫/২০১৭ ইং