স্বপ্ন


তানভীর আহমেদ (মুসা)


সময় বয়ে যায় সময়ের খেয়ালে
      থেকে যায় মনের ফ্রেমে অনেক স্বপ্নই অপূরণ ;
না থাকিলে অর্থের পিওর ভালবাসা
                   অসাধ্য হয়ে যায় স্বপ্নের বীজ রোপণ।


এতকাল যে স্বপ্ননের বৃক্ষকে
               মনে করেছিলাম ধারণ ;
আজ তাহা সবই বৃথা
                হয়েছে যন্ত্রণার কারণ ।


স্বপ্ন তুমি স্বপ্নই থেকো
          ভাববো তোমায় দূর আকাশের চাঁদ ;
আমি বামন দূর থেকেই না হয়
           দেখে, দেখে মিটাবো মনের স্বাদ ।


তাং ২৫/০৭/২০১৭ ইং