প্রশান্তির রজনী


তানভীর আহমেদ (মুসা)


নিত্য আমি পোহাই রজনী বসে
কবিতার অন্তরায়  ;
নিদ্রা আমার প্রভাতের মিতা রজনী এলে অভিমানে হারায়।


নিদ্রাহীন জ্যোৎস্নাময়ী নিস্তব্দ কুশল কালো রজনী মনে বয় ঝড় তবু শুনে আহাজারি ;
নয়নে জল ঝড়ে অবিরল কোন ক্লান্তি নেই আছে বেশ প্রশান্তি।


আকাশের তারা দেয় পাহারা চাঁদের আলো নিশুতি রজনীর নিস্তব্ধতা ;
আমিও পাথরের মতো রজনী এলে পেয়ে যাই মুক্তাহার আবার দিনে বিরাজমান শূন্যতা।


১৫/৪/২০১৭