প্রিয় ময়না


তানভীর আহমেদ (মুসা)


" প্রিয় ময়না "
সময় বড্ড চালাক ,  তাই না...
কি করে যে অনেক'টা বছর হারিয়ে গেলো অভিমানের কাটগড়ায় মনের অজান্তে
                           সত্যি বেখেয়ালি ,
কেমন আছো ,
কেমন আছে তোমার দুনয়নের খুব আদরের সন্তান দুটি  ;
তামান্না এখন কতো বড় হয়েছে, কি করছে,  কে জানে ,
ওর সেই মিষ্টি গলায় আংকেল ডাক'টা ও কতদিন শুনা হয়না,  
শুনা হয়না ওর কতো আবদার, বায়না ,
সবশেষে সবাই কে নিয়ে ভালো'ই আছো, তাই না।


" প্রিয় ময়না " তুমি জানো ,
জানো তুমি এখন কতোটা বদলে গেছো ?
                তা  জানবেই বা কি করে ,
আমায় যে একেবারে ভুলেই গেছো নতুন সঙ্গী পেয়ে  ;
খুব পরিপাটি মেয়ে তুমি
সবকিছু খুব সহজেই গুছিয়ে নিলে ,
আগে প্রায়শই কারণে-অকারণে খোঁজ রাখতে, কিন্তু ইদানিং বছর দু-এক যাবত-
কি জানি কোন কারণে এতটাই নির্দয় হয়েছো
সবকিছু বিচ্ছিন্ন করে হয়েছো পাথরের পরিণত ,
                            ভালো ,  খুব ভালো...
তাতে ও দুঃখ নেই ,  
অবশেষে সময় যে তোমাকে ভালো একটা স্থানে নিয়ে পৌঁছিয়েচ্ছে ,
                   দুর্ভাগ্য শুধু আমার!
আমি না ঠিক সেই আগেরই মতো বদ অভ্যাসগুলো একদম বদলাতে পারিনি ,
             বুঝতেই পারছো ,
জানিস " ময়না "
কতো স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে কতো আশা ছিলো ,  ভেবেছিলাম ভালবাসার ছোট্ট একটা ঘর বাঁধবো
                                         কিন্তু....
কিন্তু তা আর হল না ,
তার আগেই তুমি চলে গেলে ,
দিয়ে গেলে অক্টোপাসের মতো প্রাণঘাতি বেদনা
        আর স্মৃতির অমানবিক যন্ত্রণা ;
কে জানতো এই ছিলো তোর বাসনা ,
জানিস " ময়না " এমন কোন রাত নেই তোকে নিয়ে ভাবিনী, কাদিনি, পুড়িনী,
বলবে কি, কি এমন অপরাধে দিলে এমন কঠিনতম শাস্তি,
সর্বনাশা ভালবাসায় কতো যে যন্ত্রণা
                          আর কতো যে কষ্ট  ;
বলো " ময়না " কি এমন হতো ক্ষতি
                           ভালবাসলে দুদণ্ড।


তাং ০১/০৬/২০১৭ ইং