চিন্তা  


তানভীর আহমেদ (মুসা)


জ্বালাময়ী মনের চিন্তাবিদ চিত্তে অহর্নিশ বইছে স্মৃতির ব্যথা ;
----সেই চিন্তা ;


কিভাবে স্মৃতির যন্ত্রণা থেকে মুক্তি পাবো ?
কবে সুখ নামের পায়রাটাকে একবার যাবে ছোঁয়া ?
----সেই চিন্তা ;


কেমন করে জীবনের গ্লানি কাটিয়ে উটবো ?
আর কতো বলো দুচোখে শ্রাবণ লোকিয়ে রেখে যাপিত জীবনের রঙ্গিন স্বপ্নকে আঘাত করা ?
----সেই চিন্তা ;


ছন্দ দিয়ে মালা গেঁথে কিভাবে একটি পরিপূর্ণ কবিতা লিখবো ?
কবে একটু অবহেলিত জীবনে পাবো কারো নিঃস্বার্থ ভালবাসা ?
----সেই চিন্তা।


১/৪/১৭