কেঁদনা নয়ন


তানভীর আহমেদ (মুসা)


নয়ন ,
কেদনা আর কেঁদনা-
কেঁদেকেটে বলো কি আর হবে ?
হার-জিত ভাঙ্গা-গড়া থাকবেই তোঁ জীবনের নিয়মে।


মন ,
পুড়না আর পুড়না-
পুড়েপুড়ে বলো কি আর হবে ? পুরানো সেই স্মৃতির বেদনে  ;
বুকের ভিতর দগ্ধ হৃদয়ে প্রেমের সমাধি তুমিও নাও গড়ে।


জীবন ,
ভেবনা আর ভেবনা-
ভাবনার গভীরে থেকে বলো কি আর হবে ?
সুখ বলে যদি কিছু থাকে তাহলে সময়'ই কাছে এনে দেবে ;
সবারি তোঁ কিছু না কিছু দুঃখ থাকে  
সুখে বলো ক'জনই বা বাঁচে ?


২৫/৩/১৭