দেবদাস


তানভীর আহমেদ (মুসা)


ভুলতে না পারা প্রেম আমাকে আঘাতে, আঘাতে
বানিয়েছে দেবদাস ;
যতোটা না বড় এই জীবনটা
তার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে
প্রেমের ইতিহাস।


দিন যদিও যায় ক্ষনিকটা ভালো
রাতে আবার নেশার গ্লাস,
অশ্রু ভেজা নয়নে নেশা পান করেও
নিরবে কাঁদে মন হয়ে উদাস।


একবিন্দু ভালবাসা পাবার আশে,
আজ শতো কলঙ্ক-ঘৃণা-লাঞ্ছনা আমার চারদিক করেছে ঘ্রাস ;
যতটা নিকটে থাকে নিজের ছায়া,
তার চেয়েও নিকটে বসে সুখের পাখি করছে উপহাস ;
পাথর চাপা বিরহিত স্বপ্ন নিয়েই এখন আমার বিচরণ ,
তোর বিরহে দেবদাস হয়ে ঘুড়ছি যাযাবরের মতোন।


আমার ছোট্র এই জীবনে রয়েছে অনেক বড়
গল্প---
লিখে বা পড়ে শেষ করা যাবে না
তা কখনও ;
যখনি নির্জনতায় একাকীত্বে ভাবনার গভীরে থাকি বসে,
ঠিক তখনি মনে হয়,
এই দেবদাসের কাছে তার পারু চলে আসে ;
ধরতে চাইলেই অদৃশ্য হয়ে যায়
তখনি পাথর চাপা কান্নায় বুক ভাসে নয়ন জলে।


তাং ১৩/১০/২০১৬ ইং