সুখে থাকার অভিনয়


তানভীর আহমেদ (মুসা)


আমার বাহিরটা দেখে ভাবতে পারো আছি মহাসুখে
তবে সেটা ভুল হবে ,
বুকের ভিতর আমার দাউ-দাউ করে আগুন জ্বলে সেই আগুনে আমার অন্তর নিরন্তর পুড়ে  ;
সুখে আমি নয়---
তবুও করে যেতে হয় সুখে থাকার মিথ্যে অভিনয়।


রাত্রি বেলা দু"চোখের পাতা আমার কখনও এক
হয় না ,
শুধু ভাবতে থাকি , চারপাশ খুঁজতে থাকি ,
জীবনে কি-বা এমন পেয়েছি অবহেলা আর কষ্ট ছাড়া ;
সুখের আশায় পথ চেয়ে থেকে থেকে অবশেষে কষ্টকে'ই তো নিয়েছি মেনে এই জীবনে।


সুখ তুমি এসো না ভুল করেও
ক্ষনিকের জন্য ,
আছে আমার জীবনে রাতের নিবিড় আঁধার  ,  আছে পথ চলার জন্য সীমাহীন কষ্টের পাহাড় ;
আছে শুধুই ঘৃণা নেই ভালবাসা আর।