কঠিন সময়


তানভীর আহমেদ (মুসা)


দুশ্চিন্তাময় প্রত্যেকটি প্রহর আমার জ্বালায় জর্জরিত এই জীবন ,
হাহাকারে হারিয়েছি আলোর ঠিকানা মিথ্যে শান্তনায় চলোর্মি মন ;
নিয়তির কি নির্মম লিলাখেলা---
যে পথ ধরে পেয়েছিলাম ক্ষাণিক সুখ, সেই চেনা পথটা ও আজ লাগছে ধাঁধাঁময় বড় অচেনা।


ফুরিয়ে যাচ্ছে অগণিত সব স্বপ্ন আমার পড়েছি বিষম সংকটে ,
চারপাশ ঘুরে দেখি কেউ'ই নেই হাত ধরে একটু আলোর পথ দেখাবে ;
জীবনের এই কঠিন সময় যেন থমকে দাঁড়িয়েছে, তিলে- তিলে দিচ্ছে শুধুই কষ্ট  ,
তবু আমি নিঃশব্দে একাকী যাচ্ছি লড়ে হয়ে পথভ্রষ্ট।


১৪/৩/১৭