আধারিত জীবন


তানভীর আহমেদ (মুসা)


জীবন থেকে প্রায় একেবারেই বেঁচে থাকার স্বাদ, স্বপ্ন, আশা,
দু চোখের জলে ভাসিয়ে দিয়েছি চিরতরের জন্য,
বেঁচে আছি বোবাকান্না
বুকে নিয়ে অনিয়মের কারাগারে কঠিন পাথরের মতো !
ডুবে আছি সর্বক্ষন অতিত
স্মৃতিতে হারিয়েছি এই আমি আলার পথ;
ঘৃণার প্রান্তে আধারিত জীবন
আমার ভুলে গেছে নিজের বর্তমান-ভবিষ্যৎ।


অবশেষে নিয়েছে মেনে এই অসহায়ত্ব মন
স্মৃতির দাসত্ব,
এক আকাশ ভরা দুঃখ নিয়ে দিনরাত জ্বলছে কয়লা পুড়ার মতো ;
জানিনা এভাবে আর কতটা পথ, আর কতটা অপেক্ষা...
জানিনা-
জানিনা এভাবে আর কতোটা
নিঃশব্দে-একাকীত্বে নিরাশায় আমার দাঁড়িয়ে থাকা।


এইতো...
এইতো প্রতিনিয়ত দুঃখে যর্জরীত জীবনে একের পর এক আঘাতে,
আজ আমি সত্যি হয়েছি যেন পাথরের পুতুল ;
আমি জানিনা,
সত্যি আমি জানিনা--
জানিনা এই অসমাপ্তিকর জীবনপথ আর কতদূর, আর কতটাকাল ;
এভাবে নদীর স্রুতে স্মৃতির ভেলায় চলবে জীবন তুলবে বিষাদের পাল।


তাং ২৭/০৯/২০১৬ ইং