ভালবাসার অগ্নিজ্বালা


তানভীর আহমেদ (মুসা)


আঘাতে ভাঙ্গা আমার এই অবুঝ হৃদয়,
বেদনার দহনে-দহিত কয়লা পুড়ার মতো জ্বলতে জ্বলতে পাথর ,
তবুও সে লোকিয়ে বরফের মতো করে কাঁদে ভালবাসায় সে কাতর ;
দৃষ্টিকোণে বৃষ্টি-অন্তপুরে অগ্নি ;
ভালবাসার দাঁড়িপাল্লায় ভরা দুঃখ;
নিয়তি আমার হেরে যাওয়া পাখি,
তাই মন বেহালার বিরহী সুরে গান গেয়ে যাই অবিরত।


নিরাশায় একাকীত্বে বেঁচে থাকার জীবন ভীষণ কষ্ট-যন্ত্রনাময়,
ঠিক, অন্ধ-গলীর আঁধারে
ঝড়ে যাওয়া-
ফুলের মতো ধুকে-ধুকে তা হয় ক্ষয় ;
আজ কাল আমার এই অবুঝ হৃদয় ভুলের প্রান্তেও মিচে স্বপ্ন দেখে,  
যখনি, স্বপ্ন'কে রঙ্গিন সুতায় রাঙ্গাতে চায়,
তখনি স্মৃতিরা এসে হৃদয়ে হানা দিয়ে দুখের সাগরে ভাসায় ;
দৃষ্টিকুণে বৃষ্টি-অন্তপুড়ে অগ্নি,
অসামপ্ত ভালবাসার অগ্নিজ্বালা এখন আমায় নিরবধি পুড়ায়।


তাং ১০/০৬/২০১৬ ইং