নারীরা নয় দুর্বল


তানভীর আহমেদ (মুসা)


হে নারী বলো কতো আর পরাধীনতার শিকল পরে
                                হবে নির্যাতনের শিকার ,
মুখ বুঝে আর কতো সইবে বলো
                           ওদের নিপীড়িত অত্যাচার।


নারী তুমি তৈরী করো নিজেকে লড়তে হবে মিথ্যের প্রাচীর ভাংতে হবে
              আনতে হবে ছিনিয়ে সেই মূল অধিকার ,
নিজেতে জাগ্রত করো তীব্র সাহস, হও প্রতিবাদী
হও বিদ্রোহী ,
    কেহ হও বেগম রোকেয়া, কেহ সুফিয়া কামাল।


নারী তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও ভেঙ্গে ওদের
কালো হাত
           মিথ্যের বিশাল প্রাচীর বিদীর্ণ করে ,
বুজিয়ে দাও, নারী কভু নয় দুর্বল নারী প্রকট বিরল, নারী প্রতিবাদী সত্যের পূজারী
অধিকার আদায়ে নারী'রা উটবেই উপরে।


তাং ২৫/৫/২০১৭ ইং