কিছু উদাহরণ


তানভীর আহমেদ (মুসা)


কিছু ফুল থেকে যায়
            আজন্ম অবহেলায় ,
কিছু দুঃখ, কিছু বেদনায়
             নিভৃতে মন পুড়ায়।


কিছু অভাব হয়না পূরণ
                   অর্থ-প্রমোদে ,
কিছু সুখ রয় অভগ্ন
           দারিদ্র্যের শিয়রে।


কিছু আশা-সর্বনাশা
                 লাগায় শুধু দ্বন্দ্ব  ,
কিছু আপন করে বিশ্বাসঘাতকা ,
      পর বিশ্বাসে থাকে অন্ধ।


কিছু স্বপ্ন কখনো যায়না ছোঁয়া
           থাকে বিশাল উচ্ছতায় ,
কিছু দুঃস্বপ্ন আবার
               ঘটে যায় বাস্তবতায়।


কিছু অভিমান হয় অভিনাশী
             অগ্নির চেয়েও নির্দয় ,
কিছু ভুল গলে যেয়ে
       বরফের মতো হয় উদয়।


কিছু স্মৃতি কখনো যায়না মুছা
               লুকিয়ে রয় অন্তরায় ,
কিছু কথা থাকে বন্দি
                 মনের পাঠশালায়।


কিছু কলঙ্ক গর্ববোধ করার মতো
                  সঙ্গে থাকে চিরকাল ,
কিছু কুকর্মে দাগ লাগে বংশে
            পূর্ণকাল রয় সে মাকাল।


কিছু শিক্ষাবোধ থাকে অকেজো
                    নেই তাতে মনুষ্যত্ব ,
কিছু মুর্খতায় ভরা মানবতা
               চেয়ে রই হয়ে বিমুগ্ধ।


কিছু ঘৃণা বড় সু-মধুর
               যদি ভালবাসার হয় ,
কিছু ভালবাসায় থাকে ফরমালিন
               যদি স্বার্থ মিশে রয়।


কিছু ভয় নিয়ে আসে দুর্জয়
                     থাকলে সত্যের পথে ,
কিছু মিথ্যের প্রবল শক্তি
অচিরেই ভেঙ্গে যায় প্রলয়ের সাথে।


কিছু লজ্জার হয়েছে ফুলসজ্জা
           আর তোঁ মাত্র কিছু রয়েছে বাকী ,
কিছু নির্লজ্জ'রা খুলেছে দ্বার
         আবাল'রা দুর থেকে মারছে উকি।


তাং ৩/৬/২০১৭ ইং