ক্ষুধার জ্বালা


তানভীর আহমেদ (মুসা)


ক্ষুধার দারুণ জ্বালা নিয়ে পেটে
                      হতাশ্বাস হয়ে পরেছি ,
আর যে এক পা-ও এগুচ্ছে না
             ক্ষুদার একি নির্মম নিয়তি।


কত মানুষজনের কছে হাত পাতলাম
সবাই নাক চেপে উচু স্বরে ঘৃণায় দিলো যে তাড়িয়ে,
আমার সর্বাঙ্গে নাকি পচা দুর্গন্ধ
           কেউ এলো না সাহায্যের দু-হাত বাড়িয়ে।
                                      
বড় অসহায় হয়ে জল খেয়ে শুয়ে রইলাম
                              রাস্তার এক কিনারায় ,
ইট-পাথরের মতো'ই মানুষের মন
                                নিষ্টুর এই দুনিয়ায়।


দুর্গন্ধ শুধু আমার দেহে'ই নয়রে
                      দুর্গন্ধ আজ স্বাধীনতায়
              বিবেকের দরজায় মানবতায় ,
মানুষের পশুত্ব মনোভাবে
                     মনুষ্যত্বতা গেলো হারায়।


তাং ২০/৫/২০১৭ ইং