যাতনার বৈশ্বানর


তানভীর আহমেদ (মুসা)


উন্নিদ্র মোর দুই নয়ন গো
          নাহি প্রশান্তি বিষণ্ণ এ প্রণয়ে ;
দুর্বোধ্য আজও মম হিয়া
           নাজানি কোন দুর্বহ বিষাদে ।


দুরদৃষ্টতা মোর সেই থেকেই
              আদৌ রয়েছে তা অব্যাহত ;
পথের বাঁকে-পথ হারিয়ে
            মহা-দুর্যোগে হয়েছি পরিণত ।


ছিদ্রদ্বয় হয় মোর কলিজা
              করিলে সেই স্মৃতিপট চিন্তন ;
শঠতার শিকারে হয়েছি নির্বাক
       চিৎকারে ও আসেনা আর ক্রন্দন ।


প্রাত্যহিক আমি জ্বলি গো
                জ্বলি সে যাতনার বৈশ্বানরে ;
দিশাহারা হয়ে আকুল প্রতীক্ষা
                 দূর-বহুদুরে হারানোর তরে ।


তাং ১২/০৮/২০১৭ ইং