শাসনের নামে শোষণ'ই যদি হয়
                  এভাবে কি সমাজে চলে ,
স্বাধীনতা তুমি স্বাধীন আছো কি
                     বড় জানতে ইচ্ছে করে ?


চারিদিকে কতোই না আজ হত্যাযজ্ঞ
              চাঁদাবাজি আর অশ্লীলতা ,
নিরহ মানুষগুলো বিরহে কাতর
              অত্যাচারে পীড়িত সভ্যতা
                        মাগো!
          বলো মা , এই কি তবে স্বাধীনতা ?


                        মাগো!
আমি বইয়ে পরেছি সেই ৭১'র কথা
মিলিটারিরা জ্যান্ত মানুষ পুড়াত ,
নারীদেরকে ধরে এনে যৌন পিপাসা মিটিয়ে
নদীতে ভাসাত  ;
কি লাভ হলো , বলো মা পেয়ে এই স্বাধীনতা ?


চেয়ে দ্যাখ মা ঐ চেয়ে দ্যাখ
স্বদেশে আমরা কতটা স্বাধীন হয়েছি  ,
কতটা স্বাধীন!
দুর্নীতি-ব্যাভিচারে আজ
মানুষ-মানুষ'কে পুড়াচ্ছে  
জোর করে নিরীহ-নারীদের সতীত্বনাশ করছে
অসহায় পথচারী -শিশুদের ওপর চলে কতো অমানবিক অত্যাচার
কে দেখছে , কে করছে তার সু-বিচার ?  
আজ মনুষ্যত্ব আমাদের দিচ্ছে কেবলি ধিক্কার!


" মাগো "
মানবতা কি আজ আমরা ভুলে গেছি
অর্থের অভাবে দুরারোগ্য কোন ব্যক্তি মারা গেলেও আমরা দেখতে পাইনা  ,
বরং ক্ষমতা চালিয়ে অন্যের স্বত্ব হরণ করি ;
ক্ষুদার জ্বালায় কেউ চিৎকার করে কাঁদলেও আমরা শুনতে পাইনা ,
বরং নিজের স্বার্থ আগে হাসিল করি ;
" মাগো "শুধু তাই নয়
চেয়ে দ্যাখ " মা "
কতটা নির্লজ্জ হয়েছি আমারা
নবজাতকের " মা " হয়েছে ঐ রাস্তায় থাকা পাগলিটা!
জবাব দে মা জবাব দে
এই কি তবে স্বাধীনতা ?


সহ-সাংগঠনিক সম্পাদক
রংধনু সাহিত্য পরিষদ , নবীগঞ্জ ।
তাং ২০/০৩ ২০১৮ ইং