হে বিধাতা


তানভীর আহমেদ (মুসা)


হে বিধাতা...
এ তোমার কেমন বিচার বলো ,
যে মায়ের গর্ভে ধারণ করে তুমি-তোমার এই সুন্দর ধরা দেখালে
তবে আজ কেন ,
সে মায়ের চোখে জল দেখাচ্ছ ?
এ আমি কেমন করে সহিব এ আমি কেমন করে সহিব ?  


সাত জনমের দুঃখ-কষ্ট অভাব দিয়ে
                কেন তুমি এই এক জনম দিলে ?
ভাগ্যের'ই-বা কি দোষ বলো
            ভাগ্য ও তোঁ তোমার'ই ইশারায় চলে ।


হে বিধাতা...
তুমি তোঁ সবই দ্যাখো ,
  -------সবই জানো ,


তুমি কি পারনা  
ভাগ্যের কালিমাখা কষ্টের বদলে সুখ নামের সুনালী দ্যুতি ছড়াতে ?
তুমি কি পারনা
আমার মায়ের চোখের জলের বদলে মুখে স্নিগ্ধ হাসি ফোটাতে ?
তুমি কি পারনা
দুঃখ-কষ্ট অভাবের বদলে ভালবাসায় রাঙ্গাতে ?


পারো...
তুমি চাইলে সবই পারো  ;
জানি তোমার কাছে কোনকিছুর'ই অভাব নেই
তাইতো তোমার কাছে দু'হাত তুলেছি
সেই আশাতে' ই ।


৩০/০৭/২০১৭