জ্ঞাতিত্বের বলিদান


তানভীর আহমেদ (মুসা)


আন্তরিকতার মেকি মনোভাব দেখিয়ে
                      আদায় করিস নিজ স্বার্থপরতা ,
মনুষ্যত্ব তোদের হয়েছে বিলুপ্ত
                   ন্যায়ের সঙ্গে দেখাস বিরোধীতা ।


অন্ধ তোরা স্বার্থের মোহে
                   জ্ঞাতিত্বের দিস বলিদান ,
নগণ্য মুখের জঘন্যতম ভাষা
           সমাজে তোরাই পশুর সমান ।


ক্ষনে ক্ষনে রূপ যে তোদের
                    বদলায় কতনা আকৃতি
সুশীল সমাজের অমার্জিত মানুষ তোরা
          ঘৃণা করে তোদের আজ প্রকৃতি ।


তাং ৮/০৭/২০১৭ ইং