বিষাদগ্রস্ত মন


তানভীর আহমেদ (মুসা)


আকাশ তুই কেন বল
               কেঁদেছিলে সেদিন রাতে ,
যেদিন আমার মনের ময়না
এসেছিল ময়ূর সেজে পাখান মেলে।


বাতাস তুই কেন বল সেদিন রাতে
                     ছুটেছিলে তীব্রবেগে ,
তোর দুরন্ত স্পর্শে ময়না আমার
বিক্ষুদ্ব হয়ে হারিয়েছিল এক নিমিষে।


আবেগ তুই কেন বল করেছিলে আলিঙ্গন
                     এসেছিলে আমার সন্নিকটে ,
তোর কারণে বিষাদগ্রস্ত হয়ে ভাসছি কেবল
                               দুনয়নের অশ্রুজলে।


মন তুই কেন বল পারলি না হতে ঐ পাষাণী
                          ময়নার মতো দূঢ় পাথর ,
তবেই তোঁ পারতি ভুলতে সকল স্মৃতি
                             হতে শান্তিতে অগ্রসর।


তাং ২৫/৫/২০১৭ ইং