আগ্নেয়গিরি


তানভীর আহমেদ (মুসা)


যখনি তোর মনোহর হাসিটাকে মনে করে
                             ডুবে যাই সেই অতীতে ,
তখনি ফেরারি মনটায় জ্বলে ওটে আগ্নেয়গিরি
                              প্রবল ঝড়ের গতিতে ।


উপায় নেই কোনভাবেই আর ভুলে থাকার
                         কেবলি নিভৃতে হচ্ছি ক্ষীণ ,
সময়সময় বেদনারা ও বদলায় আকার
                      অন্তরে বাজায় প্রেমের বীণ ।


নিত্য সর্বপ্রকার যাতনার প্রভাব
                     আমার সর্বাঙ্গে আসে আর যায়  ,
শুধু সেই প্রবল যাতনা নিঃশ্বাসে, ঠোঁটে ,দুচোখের জলে
                               অহর্নিশি বয়ে বেড়ায় ।


একাকীত্বতাও এখন লাগেনা যে ভালো
                              কাঁদে হৃদয় শূন্যতায় ,
        বোবাকান্না বিঁধে বুকে
        একসাথে দুচোখের স্বপ্নকে ও
                                     দিয়েছি চিতায় ।


তাং ১২/৬/২০১৭ ইং