দার্জিলিং এর শীতে
জমে যাবো তুষারের মতো
আত্মিক অবয়বেরা ঝরে ঝরে পড়বে
জলকেলী খেলা, চায়ের মৃন্ময়ী ঘ্রান, পাহাড়ের প্রাচীন তপস্যা,এবং ঘৃতকায় মেঘেদের
ঘনীভবন দেখে - ইচ্ছে হলে মরে যাবো ।


পাহাড় দেখার তীব্র ইপ্সা নিয়ে ঘুমাতে গেলাম
নগরী ছেড়ে,
অথচ এদিকে তোমাদের মুদ্রাস্ফীতি গেছে বেড়ে ।


তবুও মনে হয় মহীনের ঘোড়াগুলির সহচর হই
পাহাড়ের পাদদেশে কাঞ্চনের কোলে কবিতা করি
বোধের শিশিরে সম্পৃক্ত হয়ে হই গৃহের মতো গতিমন্থর
কাশ্মীরি সন্ধ্যেয় জমে গিয়ে ফের উঠি মৃন্ময়ী ভোর ।


এই এভাবে
আমাদের মতো দু:স্থ দোপেয়েদের ইপ্সা রয়ে যায় বলে
এখনো অভিধানে ইপ্সা বলে কোনো শব্দ মেলে ।