এই পৃথিবীর শক্ত বুকে
                কেউ যে কারো নয়,
চারদিকে যা কিছু দেখো
                জেনো; নিরব অভিনয়।।

কেউ ভাসে মায়ার খেলায়
                  স্বার্থ নিয়ে কেউ বা ছোটে,
কেউ বা আবার স্বপ্ন পূরণে
                  ঘুরে বেড়ায় স্বপ্ন - রথে।।

তুমি সবার হতে পারো
                  ক্ষতি নেই কারো কোনো,
তোমার তরে কেউ যে নয়
                  এ কথাটা শুধু জেনো।।

আপন আপন করে তুমি
                  যাদের জন্য করো কান্না,
তারা সবাই গোছায় আখের
                  হীরা, চুন্নি, মতি, পান্না।।

থাকে বৃক্ষের ডালে যতদিন
                  পাতা, ফল-ফুল, ছায়া
তত দিনই যে পথিক ভীড়ে
                  দেখায় কত শত মায়া।।

সব বিলিয়ে বৃক্ষ যেদিন
                  হায়! হয়ে যায় শূন্য,
পথিক; সে'ও মুখ ফিরিয়ে
                  খুঁজতে থাকে অন্য।

তেলুয়া মাথায় তেল মাখাতে
                 হায় সবার লাগে ভালো,
আউলা চুলের কাউকে দেখলে
                  মুখটা হয় ভীষণ কালো।।
__________________________
০১/০৩/২০২১🖋️