এদিকেও আবহাওয়া ভালো নেই,
        খুব ঠান্ডা বাতাস বইছে–
        কোথাও কোথাও না-কি হালকা
        ঝড়ো বাতাস আর বৃষ্টি হলো!
        তুমি কি শুনেছো সে খবর?

        আমি তো অবাক হয়ে; মগ্ন হয়ে
        মানুষদের ঘরে ফেরা দেখছি–
        কাল থেকে শুরু হচ্ছে ফের
        সাত দিনের লকড ডাউন!
        চশমার কাচ মুছে বারবার পড়ছি–
        বিধিনিষেধ এর প্রজ্ঞাপন।

        হায়! বিপদ ছাড়ছেই না দেশটাকে,
        নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে
        ছেড়ে যাওয়া লঞ্চের সাথে
        মালবাহী কার্গো জাহাজের সংঘর্ষ!
        একজনের লাশ খুঁজে পাওয়া গেলেও
        এখনো নিখোঁজের হিসেবে লঞ্চটি,
        সড়ক দূর্ঘটনার কথা নাইবা বললাম।

        ওদিকে আবার মিডিয়া পাড়ায়
        সরগরম রাজনীতির বাজার,
        লকড ডাউন' এর ভিতরে হরতাল!

        এতো কিছুর পরেও কারো কারো মনে
        আজকের বৃষ্টি ধরা পড়ে
                               বছরের প্রথম বৃষ্টি হয়ে!
        আর আমার ভাবনায় জড়ো হয়
        কালবৈশাখীর যত নিদারুণ খেলা।
__________
০৪/০৪/২০২১🖋️