ন বৈ যাচে রাজ্যং, শুধু তোমাকে চেয়েছি, মায়াবিনী
ভেড়া করে রাখো তীর্থে, ওবেলা দিও ঘাসপাতা; বেড়া ভেঙে
চলে যেতে রোজই চাইব, ইশারা এমন করো যে ঘুরেফিরে
ওই কালো আঁখিপদ্মে ডুবিয়া মরিতে হইবে দিবানিশি


মরে যেতে আমি চাইছি, আমাকে বশীভূত করো, মায়াবিনী
সাপিনীর মতো জিহ্বা দুলিয়ে বোঝাও বলিরও সীমা আছে
খুঁত হয়ে গেলে লাগে না পূজায়, তোমারও ভোজ্য নই এখন
স্বভাব যেমতি মিশিয়া গিয়াছে মদ্যে মাংসে বামাচারে


সুতরাং উহা রটনা, তোমাকে অনুমতি দেব, মায়াবিনী
খুলে নাও যত বাণ বিঁধে আছে প্রণয়ের নামে দূর দেশে
কখনও ব্যর্থ হয় না এমন সাধনও অঘোরী ভয় পেল


তুমি কি শুধুই কাঁদিবে? আমারে নিষ্ঠুরতম বলিবে না?