কে যায় রে,
কালো গাড়ি চেপে?
ও সে যে রেহানার ছেলে,
যাচ্ছে সেজে,
অফিসার বেশে।।


সে ৩০ বছর আগে,
কত দু:খ কষ্ট সয্য করে
জন্ম দিল এই ছেলে।


পিতা হারা ছেলের জন্যে,
মাথার ঘাম পায়ে ফেলে,
করেছে মানুষ এ সমাজে।


বাড়ি হল,
গাড়ি হল,
এই বুঝি
দু:খের অবসান হল।


কিন্তু কই?
আজও যে রেহানার চোখে
জল থৈ থৈ।


বছর চারেক আগে
বিদায় নিল ছেলের থেকে,
শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমে।


চোখে অশ্রুসিক্ত জল
তবুও ছেলের জন্য দোয়া অটল-
“পুত্র আমার সুখে থাকুক,
এ জগৎ সংসারে।”