ঝিলের ধারে বসে আছি একা,
তুমি নেই আজ আমার পথ ফাঁকা।
মেঘলা হয়ে আছে আকাশ,
অনুভব করছি শুধু হতাশ।
তানভীর নামে ছেলেটি,
বসে বসে শুধু কাঁদছে।
মনের ঝড়ে উড়িয়ে নিচ্ছে সব,
স্বদেশের মন আজ হয়ে গেছে নিঃস্তব।
সাথী হারা হচ্ছে কত মানব-মানবী,
আর কত শুনতে হবে,
জীবন নামে শুধু প্রেমের কাহিনী।
[বি:দ্র:- ছোট ভাইরা একটা অাবদার করে বসল,তাদের নাম দিয়ে একটা কবিতা লিখতে।তাই তাদের আবদার রক্ষার্থে কবিতাটি লিখালাম। এখানে তানভীর,স্বদেশ,সাথী,মেঘলা তাদের জীবনের কিছু অংশ তুলে ধরে কবিতাটি লিখা।তারাই আমার প্রান প্রিয় ছোট ভাইবোন।ধন্যবাদ সবাইকে]