১।
কপালের চোখ যায় যে বোঝা
মনের চোখ তো নয়
বুঝতে হবে মন দিয়ে
প্রশ্ন করে তো নয় ।


২।
কামনায় নয়
বাসনায় নয়
সুখ তো আছে
উৎসর্গের মাঝে ।

৩।
প্রেমহীন মন
স্রোতহীন নদীর মতো
নেই কোন ভাঙা গড়ার খেলা
কেটে যায় শুধু জাগতিক বেলা ।