১।
যখন তুমি হও একা
শত ব্যস্ততা শেষে
তখন পারো হতে একা
নিঃসঙ্গতা এসে যে মিশে ।


২।
মানব মন যখন কষ্টে সিক্ত
হতে চায় তখন কষ্ট মুক্ত
কিছুটা কষ্ট লাঘবের আশায়
প্রকাশ পায় তা কান্নার ভাষায় ।


৩।
সহজে যায় না কিছু পাওয়া
পূরণ হয় না আমাদের নৈমিত্তিক চাওয়া
মন কাঁদে যে না পাওয়ার ব্যর্থতায়
প্রতিনিয়ত শিকার যে বাস্তবতার নিষ্ঠুরতায় ।