মেঘে ঢাকা আকাশ
বয়ে যায় কিছু বাতাস
দেখা যায় বিদ্যুতের ঝলক
পরে যায় চোখের পলক
শোনা যায় মেঘের গর্জন
শুরু হয়ে যায় যে বর্ষণ ।


রিমঝিম বৃষ্টির ছন্দ
মনে আনে আনন্দ
অস্তির মানব মন
বৃষ্টিতে ভিজতে চায় সর্বক্ষণ
বৃষ্টিতে ভিজে হয় সিক্ত
সব কষ্ট রেখে হয় সে রিক্ত ।


বৃষ্টির এই দিনে
সময়ের এই ক্ষণে
মনে জাগে ভালবাসার টান
সঙ্গীকে পাবার আশায় উতলা হয় প্রাণ
প্রকৃতিতে ফোটে বর্ষার কদম ফুল
সঙ্গীই যে জীবনের সব কূল ।


ভাল লাগে যে বর্ষাকাল
প্রকৃতিকে করে সিক্ত সর্বকাল
মানব মনে দেয় স্বস্তির দোলা
দিনভর জুড়ে চলে বৃষ্টির খেলা ।


"বর্ষার আয়োজন"