খুঁজে বেরাই এখানে সেখানে
বনে-বাঁদারে মানব লোকালয়ে
হয়ত সবুজের মায়াজালে
হয়ত নদীর তীরে নদীর ঢেউয়ে
নদীর মোহনায় অথবা নৌকার পালে
খুঁজে ফিরি আমি একটু আশ্রয়ের আশায়
পরিপূর্ণ হতে একটু ভালবাসায় ।


সঙ্গী ছাড়া পাখির মত
এ ডাল থেকে ও ডালে
আনমনে ঘুরে ফিরি এখানে সেখানে
খুঁজে ফিরি সঙ্গীর ভালবাসা পাবার আশায় ।


পাই নাকো কোথাও খুঁজে
মরীচিকার পিছনে ছুটে ছুটে
অন্ধকারে পথ চলে
আশাহত হয় আমি বারে বারে
তবু কষ্ট নিয়ে মনে আশাবাদী হয়ে
খুঁজে ফিরি সঙ্গীর প্রকৃত ভালবাসাকে
এখানে সেখানে বারে বারে…।।