প্রেম মানে    জোছনা বনে তোর বুকে মাথা রেখে-
               সাগরের ঢেউ ভাঙা শব্দ আর ঝাউপাতার গান শোনা
              চাঁদ ভাঙা ঠোঁটের লাস্যে- বুকের খোলস আলগা করে
               বেতফলের গন্ধে মাতাল হওয়া ।


প্রেম মানে    তোর স্পর্শে জেগে থাকা রাতভর
               আঙুলে আঙুল ছূঁয়ে তারা গোনা
               অথবা নাভিমূলের জ্বলন্ত সূর্যে-
                            বারবার আঙুল পোড়ানো ।


প্রেম মানে    তোর নরম ঘাড়ে নাক ডুবিয়ে ,
               খোলা চুলের মদির ঘ্রাণ নিতে নিতে –
               কত তারা , কত আকাশের জন্ম-মৃত্যুর
                                         সাক্ষী থাকা  ।


প্রেম মানে    তোর ঊষ্ণ আদরে ঘুম ভাঙা,
প্রেম মানে    তোকে আমার বুকে আগলে রাখা  -জীবনভর ।।