আকাশ ছুঁয়েছো বলে দাবি করো !
বলো , কতখানি ছুঁয়েছো ?
তোমরা অসীম বলে চালিয়ে দাও -
কিন্তু আমি জানি এর বিস্তার
এতে বেষ্টিত গ্রহ-নক্ষত্রের বেগ ।


বলো তোমাদের কি দিইনি আমি ?


তোমরা কি কি অস্বীকার করবে ?


বারবার সীমা লঙ্ঘন করেছো
তবুও তোমাদের ধ্বংস করিনি ,
বারবার তোমাদের ক্ষমা করে দিয়েছি
যতক্ষণ না চরম সীমা অতিক্রম করেছো ।


তোমাদের কে কি কেউ অবগত করেনি ?-
পৃথিবী ও আশমানের সব ধ্বংস হবে ,
ধ্বংস হবে তুমি ও তোমার সত্ত্বা ।


ইতিহাস কি সাক্ষ্য বহন করে না
কি হয়েছিল তাদের সাথে যারা আমাকে অস্বীকার করেছিল !
তবুও তোমাদের স্মরণ করিয়ে দিতে
পাঠিয়েছি দূত বারেবারে ।


আমি পারি মৃতকে জীবিত করতে
তাহলে কি করে গাফেল থাকো ?
-কবরের অন্ধকার জীবন হতে ।


কসম সময়ের - মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্ত ।
কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ধৈর্য্য ধারণ করে ,
সৎকর্ম করে ও এতিমকে বুকে জড়িয়ে ধরে ।


যেদিন পৃথিবী চূর্ণবিচূর্ণ হবে !
আর তোমাদের জীবিত করে
উপস্থিত করা হবে আমার সম্মুখে -
যে দিনটার কথা অস্বীকার করেছিলে ।
আফশোস করবে ভীষণ কিন্তু আর কিছুই করার থাকবে না,
কোনো পথই খোলা থাকবে না - শুধু জাহান্নাম ছাড়া ।