কখনও স্বপ্ন দেখি-
আকাশটাকে হাতে পেতে চাই;
গল্পগুলোও হারিয়ে যেতে যেতে
মাঝে মাঝে থমকে দাঁড়ায় ।
জানি, ঝড় একটা উঠবেই,
লক্ষ হাতের বজ্র মুষ্টিতে
গর্জে উঠবে সাম্যের গান-
স্বজনপোষণ আপন-তোষনের রাজনীতি-
ছিন্ন করবে সবল সংগ্রাম ।
অশ্রুজলে ধৌত যে মানবতা
আজ সুপ্ত ওই খেটে খাওয়া মজুরের মনে;
ক্ষুধার্ত শিশুর নির্বাক চাহনিতে –
আজও না বলা কথাগুলো
একদিন ভাষা পাবে ঠিকই;
জীবনযুদ্ধে পরাজিত মানুষগুলোই
আবার গুঁড়িয়ে দেবে বাস্তিল দুর্গ
চুক্তির স্বাধীনতা মুখ লোকাবে
অর্জিত স্বাধীনতার গৌরবে;
ইতিহাস হয়তো সেদিন আবার হাসবে-
  “I know, I repeat myself”  
   ___________________