সম্পর্কটা ভেঙ্গে দিবে বললেই কি ভেঙ্গে যায় সব যোগাযোগ
মুছে কি যায় সব অক্ষত স্মৃতি
মুছে কি যায় হৃদয়ের সব চীরচেনা অলিগলি
সেই প্রথম তোমার হাতে হাত রাখা
খুব কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে গাঁ ঘেষে বসা
ভুলে কি থাকা যায়


ভুলে কি থাকা যায় সেই প্রথম দেখার দিন
বৃষ্টিভেজা যে দিন আমার জীবনকে করেছে রঙ্গীন
বলো ভুলে কি থাকা যায়


ভুলে কি থাকা যায় সেই অন্ধকার কফিশপে বসে এক চুমুক কফি খাওয়া
আলোআধাঁরির মায়াময় দৃষ্টি নিয়ে দুজনের আপলক তাকিয়ে থাকা


ভুলে কি থাকা যায় সেই প্রথম তোমার হাত ধরার দিন
তোমার কাঁপাকাঁপা হাত তুমি আমার দিকে বাড়িয়ে দিয়ে বললে,
“আমার হাতটা একটু ধরবে?”
আমি রবীন্দ্রনাথের ভাষায় বললাম “আমি পাইলাম, ইহাকে পাইলাম”


আমি কেমন করে ভুলি আমার সেইসব দিনগুলি
বলো ভুলে কি থাকা যায়